"কলমের শক্তি অনেক বেশি
ধারালো তরোয়ালের চেয়ে-"
তাইতো অনেক পড়েছি- জেনেছি
মতাদর্শগুলি শ'য়ে শ'য়ে।
এরপর শুরু গাদা গাদা লেখা;
ক্রমান্বয়ে সবুজ-লাল-নীল কালির
স্বপ্নময় রঙিন আশার কাব্যগাঁথা।
হায়! হঠাৎ শেষ আজ রং তুলির।


এতদূর এসেছি, থামা কী যায়?!
হাতিয়ার তুলেছি হাতে;
পচা জং উঠাতে মেরেছি অসহায়
ঐ মোড়ের চৌমাথায়, গলিতে, বাড়িতে।
ভীত ভালোবাসার স্থায়ী ক্ষত দাগ
রোজ লিখছে ইতিহাস, নখ ভরসায়।
এদিকে কলমটা দূরে এক্পাশে, ছুঁতে অপরাগ;
ফলে মরিচা ধরছে নবের আগায়।