সাজানো গোছানো শান্তির রাজ্যে,
সবই সাজানো-গোছানো।
কান্না-হাসি, দু:খ-সুখের মাঝে
মিথ্যাও সত্য এখনো।


ন্যায়-অন্যায়, কর্ম-কুকর্মে প্যাঁচানো
ঘটনা-অঘটনের জাল।
ভোগী-অভুক্তের প্রবাহিত জীবনও
সাম্য-অসাম্যতায় কাঙ্গাল।


মাতামাতি করে সাত রং হাতে
ভালো-মন্দ মানুষ।
জয়গান গায় বাজনা বাজিয়ে
যাঁরা আফিম নেষায় বেহুশ।


ফোলানো-ফাঁপানো শান্তির রাজ্যে
সবই হিসাব মেলানো।
জন্ম-মৃত্যু, প্রেম-হিংসার মাঝে
বেঁচে রয়েছি এখনো।