হারের কাঁটা মালা আস্তে আস্তে
গলার চারপাশে ঢুকে যাচ্ছে।
আমি হাত দিয়েই ধরে আছি,
একলা আনমনা কেন নি:শ্চুপ রয়েছি?!
জ্ঞাত না অজ্ঞাতসারে- প্রশ্ন সেটা;
ক্ষতবিক্ষত দেহমনে হচ্ছে কী এটা?
চিৎকার করছি তবুও শব্দ বোধহীন,
স্পর্শ করেনা প্রাণ- যেটাও ক্ষীণ।
আধারে অপেক্ষা শুরু লোলুপ হায়েনার,
ছিঁড়ে খুবলে খাবে এ নির্বোধ শিকার।