ভদ্র মুখোশ খুলে যাচ্ছে ধীরেধীরে,
সাথে নিয়মের পরিবর্তন অহরহ।
তবুও আমার কাঁটা দেয়া শরীরে,
চিৎকার করে না; কীসের এত মোহ?!


ঘোর অবিশ্বাস আঘাত হানে চপাটে,
দৃঢ় বিশ্বাসী মনের গালে।
সততার পাতা ফাঁদে ফাঁকা মাঠে,
বিলুপ্ত আজ আপন মায়ের কোলে।


প্রতিবাদী মোমবাতির শত মৌন মিছিল,
লজ্জা এতটুকুও দেয়না ওদের।
অসহায় নিষ্পাপ প্রাণ মরে তিলতিল,
শয়তান হেসে মারে রোজ আমাদের।