ওরে অঘোর,


অন্ধ বিশ্বাসে বন-জঙ্গল ঘুরিস,
শেষ মোক্ষ পাবার আশায়?
তন্ত্র-মন্ত্র-ধ্যান-যজ্ঞ কতই করিস,
শুধুই শান্তি সুখের নেষায়।


চোখ বুঁজে থাকিস কালো গুহায়
অজ্ঞেয় পাপ স্খলনের লোভে।
ত্যাগের স্বভাবে অহি ফোঁস দেয়
তবু, মিত্র ডাকিস আবেগে!