আবেগের তার কাঁটা কেটে দেয় মন,
রক্ত কত না ঝরে ঝড়ে তবুও জীবন,
অনন্ত বসন্ত রাতে পালাই  অচেনায়,
সুখ-দু:খ ইতিহাস আগুনে জ্বলে যায়।


সংখ্যাটা বাড়ে কমে আশেপাশে ঘরে,
চিৎকারী ছদ্ম-আদর্শ বর্ষ ভরে ঘোরে,
স্মৃতির অসৎ বৃহৎ আঘাতের দাগ,
রুদ্ধ করে মারে মরে সোনার এ বাগ।