শঙ্খ বাজে না আর, আমার বাড়িতে।
শুভ প্রতিবেশী সব ব্যস্ত কাজে, সময় নেই হাতে।
"ভাই, একটু খোঁজ নেয়াও কী অপ্রয়োজন?!"
সন্ধ্যায় বাতিহীন মরা তুলসী প্রদীপ প্রাঙ্গণ।
মাথায় হাত দিয়েই বুক চাপড়াই অনবরত;
তবুও মশাল জ্বলে না মনে- স্বপ্ন সৌভাতৃত্ত্ব!
কত তারাখসা হয়ে জ্বলে ছাই রোজ পাশের ঘরও;
ভাবছি আমি- "বাঁচব এখানেই, ত্যাগ করে নিজ স্বর্গ।"