প্রস্ফুটিত ফুল বলে ডেকে
                 “শুন হে বৃক্ষরাজ”
আমাদের সৌরভ ও সৌন্দর্যে
                বিখ্যাত হও সমাজে
আমরা ফুটি নানা রং উজ্জ্বল
                মোরা সবাই অনঙ্গ
আমাদের গন্ধে আকৃষ্ট সকল
                ছুটে আসেও পতঙ্গ


বূক্ষ বলে “শোন শোন সোনামণি
গভীর নিগূঢ় রহস্য বলছি আমি
বৃক্ষেরই প্রয়োজন এই জগতের
উদ্ভিদের অস্তিত্ব ও সৃষ্টি রক্ষার্থে
নুতন উদ্ভিদের জন্মের কারনে
মিলনের দরকার প্রকৃতি নিয়মে
নানান্ ফুল সাজিয়ে রাখে ডালে
পতঙ্গ এসে বসে ফুলে দলে দলে
পরাগ মিলন চলছে এই প্রক্রিয়ায়
এর পরেই ক্রমে বীজের সৃষ্টি হয়
প্রকৃতির নিয়মে হয় জন্ম ফুলের
বৃথাই অহংকরে প্রশংসা নিজের
সৃষ্টিকর্ত্তার রীতিতেএ ব্রহ্মান্ড চলে
তাঁর ইচ্ছায় সুন্দর হয় ধরার সকলে।।