এ জগতে তোমাার কেহ নয় আপনার
ভেবে দেখ্ মন, তুই ছিলি বা ঘরে কার
জগৎ পিতা স্থাপন করলেন মাতৃগর্ভে
দুটি অর্ধকোষ মিলে তুমি এলে ধরাতে
আসার আগে কারা ছিল বা তোমার আপন
চলে যাওয়ার সময় কাকে নিয়ে যাবি রে মন
একলা এসেছিস্ এ ভবে একলাই যেতে হবে
দারা সুত কণ্যা সখা কেউ না তোর সঙ্গে যাবে
জরা ব্যাধি ব্যথার ভাগ কেউ না পারে নিতে
এ অসহ্য নরক যন্ত্রনা নিজেকেই হয় ভুগতে
স্বর্গসুখ ও নরক যন্ত্রনা সবই হয় এই ধরাতলে
কর্ম অনুযায়ী ফলভোগ করে হেথায় সকলে
জন্ম হওয়ার পরে তোর সাথে একে একে জুড়ে
মৃত্যু সময়ে এ ধরায় যেতে হয় সকলকে ছেড়ে
আজকে তোমার বন্ধু যেজন কাল মারবে ছুরি
সম্পতির জন্য বাপকে মারে করে কত বাহাদুরী
মা হয়ে সন্তানে দেয় ফেলে জঞ্জালে বা জঙ্গলে
ছেলেরা মাকেই বের করে দেয় পথে অবহেলে
বিপদে যদি পড় তুমি সঙ্গি সাথী ছাড়বে তখুনি
একমাত্র দয়াল যিনি তোমার সাথে থাকেন তিনি।।