শুধু দৃষ্টিতে অন্ধ নয়, ছিলে তুমি পুত্র স্নেহে অন্ধ,
কৌরবকুল তাই হয়ে গেল সবংশে ধ্বংস।
কত অক্ষৌহিনী সৈন্য গেল যমালয়ে,
কত লক্ষ এয়োস্ত্রী স্বামীকে হারালে,
পুত্রহারা মাতাদের হাহাকার ভরে ছিল
করুক্ষেত্রের আকাশ বাতাস।।
হে মহারাজ, বালক বয়স থেকে দেখেও অন্ধ ছিলে
পুত্রের কুকর্ম। তোমার সভায় ছিলেন মহামতি ভীষ্ম,
ছিলেন দ্রোনাচার্য, কৃপাচার্য ও বিজ্ঞ বিদুর,
তাঁদের উপদেশ না করে কর্ণপাত।
পুত্রস্নেহে অন্ধ হয়ে ঘটালে সর্বনাশ।
প্রিয় রাজ্যকে দিলে জলাঞ্জলি।।
রাজধর্ম, মানবধর্ম দিলে বিসর্জন,
তোমার পাপ পূর্ণ হলো সেইদিন।।
প্রকাশ্য রাজসভায় তুমি সিংহাসনে উপবিষ্ট,
সভা আলো করে বসে জ্ঞানী, গুণী, বীরেরা।
আছেন পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য
পাশা খেলায় পরাজিত অধোমুখে পঞ্চপান্ডব
দুর্যোধনের আদেশে দুঃশাসন ধরে আনে,
কুলবধু রজস্থলা যাজ্ঞসেনী সভামধ্যে,
কলো জলদ, মেঘের মতো চুলের মুঠি ধরে।।
তখনও তুমি স্থির, যেন সন্তানের কুকর্মে তুমি অন্ধ,
পুত্রস্নেহের কাছে কুলবুধুর সন্মান তুচ্ছ হলো।
দুর্যোধন উরু দেখিয়ে কুৎষিত ইঙ্গিত করলে,
তবুও তুমি স্থির, নির্বাক, রাজধর্ম পরাজিত।
দুঃশাসন যখন উলঙ্গ করতে বস্ত্রে দিল হাত,
শুনলে না দুহাতে কর্ণ বন্ধ করি,
অসহায় বধূর করুণ আর্তি।
বিজ্ঞ, মহাধনূর্ধর সকলের অধঃবদন।
অন্যরা কিছুটা উত্তেজিত।।
হায়, রাজা হয়ে সহিলে কেমনে এ অবিচার?
নারীর অত্যাচার মুখ বুজে।
ভগবানের ইচ্ছায় নারীর লজ্জা রক্ষা হলো ।।
অন্ধ স্নেহ অতিব ভয়াবহ।।
আজও রাজা অমাত্যদের পুত্ররা
তুলে আনে তাদের হারামে
তোমার মতন পিতারা থাকেন স্নেহান্ধ হয়ে
সেই দিন হতে তোমার পতন হলো শুরু,
দুরদ্রষ্টা হয়ে দেখতে পাওনি ভবিষ্যতের অন্ধকার।।
যা আছে মহাভারতে, তাই হচ্ছে ভারতে।।
অনেক শাসক, বংশ-পরম্পরায় সিংহাসন রাখেন ধরে,
বংশ সদস্যদের দুঃষ্কর্ম তার চোখে নাই পড়ে।
তাদের সুখের জন্য অপরে যাক্ না মরে।।
বিজ্ঞ ও পন্ডিতের উপদেশে করে না কর্ণপাত,
আত্মীয়দের সন্তোষের প্রতি সদা দৃষ্টিপাত।
আত্মীয়ধর্ম রাখেন রাজধর্ম ও মানবধর্মের উপরে।
কতশত নারী নির্যাতিত হয় বছরে বছরে।।
কলঙ্কিত হয় সমাজের পরে।
কতশত জ্ঞানী গুণী অনাহারে মরে।।
শাসক প্রশাসন এখনও অন্ধ হয়ে থাকে।
বিচার, অন্ধ ঘরে গুমরে গুমরে কাঁদে।।
নারীর অপমান নাহি সহে ভগবান
কালের গতি পথে একদিন বিচার হবে
অধর্ম সদা প্রথমে রাজত্ব করে,
সহসা মরন হয় এ সংসার পরে ।
একদিন ধর্মের নিশ্চয় প্রকাশ হবে,
অন্ধকার যত গাঢ় হবে।।
ততই ভোরের আলো এগোবে।
একদিন সত্যের জয় হবে।।