বুকে আমার কাঁটা বিঁধে আছে
                     জ্বালা দেয় শুধু জ্বালা
সুখের বাগানে ফুল তুলতে গিয়ে
               পরছি কেবল কাঁটার মালা
স্বপ্নে আমার আশা জেগে রয়
                   বাস্তব শুধু করে আঘাত
চোখে আমার আঁধার নামে
                   আশাআলো পথ দেখাক
তৃষ্ণা নিয়ে ছুটে চলি মরীচিকা পিছে
এতকাল ধরে ঘুরে ঘুরে মরেছি মিছে
জীবন তবু হারাবে না পথ মরু প্রান্তরে
বাধা জয় করে পৌঁচে যাবে সে সাগরে
সর্বদা জেগে রয় আশা ছাই চাপা আগুন
আশাই নিয়ে আসে শীতের পরে ফাগুন
আশা যদি মরে যায় অন্ধকারে ভরে মন
প্রদীপে তেল দিতে হবে সারাটা জীবন।।