জন্মলগ্ন থেকে মানুষ অত্যাচারিত হয়েছে বারবার
বন্য জীবনে তাদের অতিষ্ট করেছে পশুরা অনিবার
গোষ্টিবদ্ধ জীবনেও একগোষ্টি অন্য গোষ্টির হাতে
অমানবিক অকথ্য অত্যাচরে দগ্ধ হয়েছে মুহূর্তে
স্থায়ী বসবাসের কালে সামন্ত জমিদারের নিপীড়ন
যন্ত্রনায় অসহনীয় করেছিল গরীব চাষীদের জীবন
ছিল না খাদ্যের সংস্থান, মেহনত করেও দিনরাত
তারপরেও সহ্য করতে হতো চাবুকের নির্মম আঘাত
হিসাব নেই কত প্রান গেল নীলকরদের পাতাল ঘরে
কত নারী যুবতী কিশোরীর হলো বলি কুঠির অন্দরে
অসীম সাহসী অদম্য বীর শত শত অভাগা গ্লেডিয়েটর
রক্তাক্ত হয়ে প্রান দিল বিনোদন তরে সম্রাট ও সিনেটর
বাস করতে হতো তাদের অন্ধকুপে শিকল বাঁধা হাতে
চাবুক পড়তো পিঠে ও বঞ্চিত হতে হত খাবার থেকে
কত কাল ধরে দাসের বাজারে বিক্রি হতো মানবের
কারো মেয়ে বোন স্ত্রী বিক্রি হচ্ছে পাচারের দুনিয়ার
যুগ পালটেছে, এখন যারা সব কসরৎ দেখান এরিনাতে
কোন গুণে এরা শ্রেষ্ঠ, বলে না কৌশলে, ওদের থেকে?
জনগনের আবেগ নিয়ে কোটি কোটি টাকা লুটছেন
নেশাগ্রস্থদের অলস করে তারা দেশের সর্বনাশ করছেন
কত শত প্রান দিল বলিদান নিজ জন্মভূমি স্বাধীনতায়
কত সন্তান হারালো দ্বিপান্তরে, মরলো অসহ্য যন্ত্রনায়
এখন যারা স্বাধিনতা ভোগ করে বহু জীবনের পরিবর্ত্তে
দলে দলে তারা দেশ সেবার নামে লুটে নেওয়ার সর্তে
গরীব ভাগ্যহীনরা এখনও অত্যাচারিত হয়ে চলেছেন
ভগবান করুণানিধান কেমন করে এত অত্যাচার সহিছেন?