শ্রাবণধারা ঝরে ঝম্ ঝম্ ঝম্
ময়ূর ঐ নাচছে রুম ছুমা ছুম্
বাতাস বহিছে ঐ শন শন শন্
পাতাগুলো ঘুরছে বন বন বন্


মাঠ ঘাট হচ্ছে জলে ভরো ভরো
পাখিদল ভিজছে বসে জড়সড়ো
চারদিকে কেউ নেই করে খাঁ খাঁ
একটি ছাগল শুধু ডাকে ম্যা ম্যা


চপলা চমকায় ঘন ঝলাক ছলাক্
নদীজল বাতাসেতে ছলাৎ ছলাৎ
অম্বরে মেঘ ডাকে গুরু গুরু গুরু
বৃক্ষকুল ভয়ে ভীত বুক দুরু দুরু


ভেকেরা ডাকছে ঘ্যানর ঘ্যানর
বাতাসেতে শব্দ ক্যাঁচর ক্যাঁচর
পাতা থেকে জল পড়ে টুপ টুপ
আহা প্রকৃতির আজ একি রূপ।।