তোমার বিচার জেগেছে এবার ভগবান
                                    ওগো ভগবান
মাভৈ, মাভৈ, করি তোমারই জয়গান
সকলের এবার বিচার হবে ডন বা মস্তান
তাদের এবার নাইকো কোনো পরিত্রান
জেগে উঠেছে তোমার বিচার, ভগবান
চারদিকে নাচছে দেখ শয়তান, ও দানব
বহুদিন চালাচ্ছে তারা অমানবিক তান্ডব
ভগবান, তুমি আস ধরায় হয়ে মহামানব
অনাচারী, অত্যাচারীর হবে এবার পরাভব
শূর্পনখা ছলনায় লক্ষ্মণকে বিয়ে করতে চায়
অযোধ্যয় রাণী হয়ে যেন প্রজাদের ধরে খায়
মহামানব লক্ষ্মণ যথাযোগ্য বিচার করেন
নাক কান কেটে শূর্ণনখাকে উচিত দন্ড দেন
আবার জন্ম হয়েছে ডাকিনী, যোগিনী, ডাইনী
রাবণ, কুম্ভকর্ন, মেতেছে রাক্ষসী রণরঙ্গিনী
ছলনায় হয়েছে রাজা, রানী, আমত্য, ও মন্ত্রী,
ছলে বলে, রক্ত চুষে চলে, সাহায্য করে সান্ত্রী
কুট শকুনির কুমন্ত্রনায় কৌরব সবংসে মরে
প্রতিশোধ নেওয়ার তরে কৌশলে ষড়যন্ত্র করে
লোভ তাদের সিংহাসনে, ভোগ করবে বৈভব
তাদের কবলে গেলেই নিস্তার মেলা অসম্ভব
বিচার ঘুমিয়ে পড়ে, মাৎস্যন্যায় আবার ফেরে
ডাইনী, রাবণ শকুনি, সমাজকে কলুষিত করে
রাবণের দশ মাথায় ছিল দশ দুর্গুণের আস্তানা
ক্রোধ, লোভ, ঘৃণা, হিংসা, মোহ, ভয় ও কামনা
অহঙ্কার ও দর্প  তাকে ঠেলে দিল মৃত্যুর দ্বারে
রাম তার বিচার করে সবংশে পাঠান যম ঘরে
তোমার বিচার শুরু হলে গোপাল বসে সিংহসনে
মহামানব এলে ধরায়, বিচারই দেশে শান্তি আনে
তোমার বিচারই জেগেছে আবার, ওগো ভগবান
মাৎস্যন্যায়ের নেতা নেতৃরা হয়ে যাও সাবধান ।।