বিদ্যার্থী
কালে কালে শিক্ষা ব্যবস্থার হয়েছে পরিবর্ত্তন
শিক্ষার প্রধান  উদ্দেশ্য পরিবেশের সঙ্গে উদ্বর্তন
শিক্ষা লাগে জীবনসংগ্রামে উপযোগী করে গড়ে তুলতে
বাঘের মাও শিক্ষা দেয় অরণ্য জীবনে টিকে থাকতে
শিক্ষা প্রত্যেক জীবনে অপরিহার্য মুলধন  
এর মাধ্যমে উন্নত হয় চরিত্র ও আচরণ  
বৈদিক কালে শিক্ষার্থীরা গুরুগৃহে থাকতেন
গুরু কর্ম, ধর্ম  বেদ ও উপনিষদ, যুদ্ধবিদ্যা শেখাতেন
সমাজের উপযোগী ও পারাদর্শী করে তুলতেন
শৃঙ্খলা, নীতি, সতাতা সৌজন্য,কর্ত্তব্য ছিল সমাজচিত্রে
সমাজের বেশীর ভাগ জনগনের নীতিনিষ্টা ছিল চরিত্রে
সমাজে দুর্নীতি ঠক্ অপশাসন ধর্ষন ছিল অত্যল্প  
দেশে অশান্তি বা দুর্নীতিও ছিল খুব স্বল্প  
কালের নদীতে অনেক জল বহে গেছে
বর্ত্তমান সমাজ ও শিক্ষাচিত্রে  ধীরে ধীরে ঘুন ধরেছে
শিক্ষা এখন ডিগ্রি পাওষার মেশিনে পরিনত হয়েছে
ডিগ্রিতে ঝুলি ভর্ত্তি হচ্ছে, মাথা ফাঁকা থাকে
তাদের না আছে নীতি, না তারা  শৃঙ্খলা জীবনে রাখে
সমাজ হয়েছে বিশৃঙ্খল, দুর্নীতিগ্রস্থ,পন্ডিতস্মন্যদের আখড়া
লুটেপুটে খাওয়ার প্রতিযোগিতা চলছে কেউ দেয় না বাগড়া
অযোগ্যরা শিক্ষা দেন যোগ্যরা বসে পথে
শিক্ষক বিদ্যালয়ে না গিয়েও মাইনা পান হাতে
শাসককে সমর্থন করলেই তাদৈর সাতখুন মাফ
ব্যাপক আয়োজন শিক্ষা খাতে, আসল শিক্ষা বাদ
শিক্ষা জন্মগত অধিকার, থাকে সরকারের প্রধান দ্বায়িত্বে
সরকার শিক্ষাকে তুলে দিচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে
শিক্ষালাভ কিন্তু মোটেই সহজ পন্থা নয়
অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়
মনুসংহিতাতে শিক্ষার্থীর বৈশিষ্ট্য্ আছে                      
সঠিক বিদ্যার্থীদের পাঁচ লক্ষণ থাকে
অল্পহারী গৃহত্যাগী বারংবার চেষ্ঠা, একাগ্রতা বকের মতো
অল্প  নিদ্রা থাকলে তারা আদর্শ শিক্ষার্থী হন খ্যাত
বোঝার দক্ষতা, মনে, রাখার ক্ষমতা ও নিরবচ্ছিন্ন মনোযোগ
শিক্ষার্থীর এ তিন মুলধন, যত দেবে তার অধিক করবে ভোগ
অভ্যাস সাধন দ্বারা প্র্রাপ্ত  হয়  এ অমুল্য ধন
এ সম্পদ যত দান করবে ততই হবে বর্ধন
বর্তমান শিক্ষালয়ে চলছে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য
আদর্শ শিক্ষক ও ছাত্র এখন হয়েছে পরিত্যাজ্য  
স্বেচ্ছাচারী বিদ্যার্থীরা  শিক্ষক ও সহপাঠীদের করে নির্যাতন
অনুশাসন ও নিয়ম না করে পালন. ইচ্ছামতো করে আচরন
শিক্ষাঙ্গনে ঢুকে পড়েছে রাজনীতি
সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেছে দুর্নীতি
সর্বনাশ হয়ে গেছে আমাদের শিক্ষাঙ্গন
এই অবস্থার পরিবর্ত্তন আশু প্রয়োজন।।