বুদ্ধি জীবিকা যার তাঁরা বুদ্ধিজীবী খ্যাত ৷
পেশাদার ও বুদ্বিজীবী ভেদ স্পষ্ট প্রতিভাত ৷৷
শ্রমজীবীরা শ্রম দিয়ে করে জীবন যাপন ৷
বুদ্ধিজীবী  ওশ্রমজীবী গড়ে মানব বন্ধন ৷৷
একদল শ্রম দেয় অন্যরা মস্তিষ্ক খাটান ৷
শিক্ষিত হলেই তিনি কিন্তু বুদ্ধিজীবী নন ৷৷
বুদ্ধির ঝলকপ্রভা যদি না থাকে তার ঘটে ৷
উদ্ভাবন শক্তি যদি থাকে না তার মোটে ৷৷
পুঁথিগত বিদ্যা চর্চায় যদিবা কেউ হন খ্যাত ৷
বিশ্লেষণ ও উদ্ভাবনে তাঁরা হয় না বিখ্যাত ৷৷
দাড়ি রাখলেই বুদ্ধিজীবী এমন কিন্তু নয় ৷
গালভরা কথা বললেই কি অভিনেতা হয়?
দুঃর্বোধ্য কবিতা কিংবা প্রজ্ঞাশূণ্য লেখা ৷
তুলি দিয়ে ইজেলেতে হিজিবিজি আঁকা ৷৷
মুখস্থ সংলাপ বলা বা শরীর দেখিয়ে নাচা ৷
সেলিব্রিটি হতেই পারেন বুদ্ধি তার ফাঁকা ৷৷
কাঠ দিয়ে বল মেরে কসরৎ দেখায় এরিনায় ৷
লুটপুটে খাওয়া ছাড়া কিবা দান মানব সেবায় ৷৷
বুদ্ধির মানদন্ডএ নয়, যদি বা পারাদর্শী হন ৷
বৌদ্ধিকের ভেক ধরে তাঁরা সুযোগ খুঁজেন ৷৷
নৈতিকতা, ভদ্রতা, দেশপ্রেম ও স্পষ্টবক্তা হলে ৷
আাদর্শ, উদার অন্যায় প্রতিবাদে সজাগ থাকলে ৷৷
কর্মে, মননে, চিন্তায় যদি ঝলসায় শিখা বুদ্ধির ৷
তারাঁই বুদ্ধিজীবী কালে কালে খ্যাত পৃথিবীর ৷৷
সত্য ও আদর্শ নিষ্ঠায় জীবন তুচ্ছ যাঁরা করেন ৷
নিঃস্বার্থ দশের ও দেশের জন্য বুদ্ধিজীবী মরেন ৷৷
অর্থ বিত্ত ক্ষমতার অলিন্দে ঘোরে ধান্দাবাজ ৷
তাঁরাই সৎ ও আঁতেল বলে তোলেন আওয়াজ ৷৷
যতই কেউ জাহির করুক বুদ্ধিজীবীর আচার ৷
বুদ্ধিজীবী বলা তাদের নাই কোনো অধিকার ৷৷
ক্ষমতার বলে অনেকে অন্যায় কুকর্ম করে ৷
সৎ কি অসৎ এ বিচার আপামর জনগন করে ৷৷
কাক ধরে ময়ুর বেশ আখের গোছনোর ছলে ৷
যা একদিন পড়বে ঝরে, ধরা পড়বে অবহেলে ৷৷
সকলে সব বোঝে দুনিয়ায় কেউই বোকা নয় ৷
শাক দিয়ে কখনোই মাছকে ঢাকা নাহি যায় ৷৷
সত্যের প্রকাশ হবে ভেক পড়বে একদিন খসে ৷
ছলনা ক্ষণকাল, সত্যপ্রকাশ হবেই অবশেষে ৷৷
সক্রেটিসকে যারা হেমলক বিষ দিয়ে মেরেছিল ৷
তারাও ঐই সমাজে বুদ্ধিজীবী বলে খ্যাত ছিল ৷৷