ছেলেবেলা থেকে ভয়ে ভয়ে শুনতাম
অনেক রকম চোরের নাম জানতাম
অনেকে শিশুকে চুরি করে পঙ্গু বানায়
পথে এবং মন্দিরে বসিয়ে ভিক্ষা করায়
সিঁধকাটা চোর দেওয়াল কেটে করে চুরি
বাসে এবং ট্রেনে পকেট কেটে নিত হরি
চিঁচকে চোর আসা যওয়ার পথে পেলে
গোপনে গাছের আনাজ ফল নিত তুলে
ছিল ডাকাত, দল বেঁধে বাড়ীতে আসতো
ভয় দেখিয়ে মেরে ধরে সর্বস্ব লুটে নিতো
নুতন এক চোরের নাম পেলাম স্কুলে গিয়ে
ছাত্র চোর বই, খাতা ও পেনসিল নিত নিয়ে
এখন সাংঘাতিক চোরের কথা জানা গেল
শিক্ষিত, ভদ্র সমাজ সেবক সেজে চোর হল
ক্ষমতা অপব্যবহার করে কোটি কোটি লুট
বেআইনি চাকরী দিয়ে ধরে রাখে এ কিরীট
গরু চোর কয়লা চোর বালি চোর রেশন চুরি
কিন্তু বাইরে সততা দেখিয়ে করছে বাহাদুরী
সোনা ও মানুষ পাচার, ব্যবসা করে নেশার
গোপনে সাম্রাজ্য চালায় সারা বিশ্বে লুটের
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ও গুন্ডা মস্তান রেখে
ভোট চুরি করে বছর বছর ক্ষমতা ধরে রাখে
গরীব চোরদেরই ধরা যায় দেওয়া যায় শাস্তি
ক্ষমতাবান কোটিপতি ধরতে করতে হবে কুস্তি
পাহারা দেয় পুলিশ সান্ত্র্রী, নামী উকীলরা নাচে
একমাত্র জনগন জাগলে লেজ গুটিয়ে পালাবে।।