বিনা মেঘে বজ্রের মতো আসে দুঃখ কষ্ট
মানুষের সুখের জীবনকেই করে দেয় নষ্ট
সহ্য করা ছাড়া আর কিছু করার থাকে না
অসহনীয় যন্ত্রনাকে নিয়ে বাঁচা সম্ভব হয় না
এ যন্ত্রনা সহ্য করার আছে কিন্তু তিন উপায়
তিন পথের একটিকে ধরে আনন্দে থাকা যায়
মানুষ সকল দুঃখ কষ্টকে সহ্য করতে পারে
যদি ভক্তি বা জ্ঞান কিংবা কর্ম আঁকড়ে ধরে
ঈশ্বর প্রতি অবিচল নির্ভরতা ভক্তিযোগ বলে
স্রষ্টা ও প্রকৃতির নিজস্ব নিময়ে এ ব্রহ্মান্ড চলে
ক্ষুদ্র মানব এর বিরুদ্ধে কিছুই করতে না পারে
যাঁরা সম্যক এ জ্ঞান প্রকৃত লাভ করতে পারে
এই জ্ঞান করার চেষ্টাই জ্ঞানযোগ নাম ধরে
অনেকে সারা জীবন সৎ মানবিক কাজ করে
মন প্রানে ব্যস্ত থাকেন তাঁরাই কর্মযোগী হন
সুখ দুঃখ চাকার মতো আসে যায় সময় প্রভাবে
দুঃখের সময়ে ধৈর্যই বন্ধু ও, যোগের তদ্ভাবে।।