ডুব দেনা ভাব সাগরে আমার মন
সাগরের নীচে আছে প্রভূত অমুল্য ধন
এ সাগরে এক ডুবে মাটি পাবি না রে
সাগর তলে মাটির পরে আছে রত্ন থরে থরে
যে তারে ধরতে পারে ভবসাগর পার হবে রে
অভ্যাস করে গেলে এ ডুব রপ্ত হবে
এক এক ডুবে ভিন্ন ভিন্ন রত্ন পাবে
সম্বৃদ্ধ হবে এ ভবের নরক জীবন
ডুব দেনা ভাবসাগরে আমার মন
ভাব সাগরে ডুবলে ঈশ্বর রত্ন তুই পাবি রে
মন যদি ভেসে থাকে সর্বক্ষণে
সে লাফিয়ে বেড়ায় এখানে ওখানে
প্রবল ঢেউর তোড়ে মন চারদিকে ঘোরে
অশান্ত মন পরশ পাথর খুঁজে ফিরে
কখন ও ঈশ্বর রত্ন সে পায় না রে
ডুব দে রে আমার মন ভাব সাগরে।।