শোনো রে মানুষ ভাই
আমি গদিতে থাকতে চাই
গদি আমি ছাড়তে পারি
কিন্তু ছাড়বো কেন?
বাঘ যদি রক্তের স্বাদ পায়
সে কি মাংস ছেড়ে দিতে চায়?
তোমরা যাই ভাবো না ভাই
আমি গদিতে থাকতে চাই
গদিতে যে কত আছে মধু
কেউ জানে না, জানি আমি শুধু
ছোটো থেকে গদির প্রতি ছিল লোভ
থাকতে পারে তোমাদের ক্ষোভ
প্রথম প্রথম মনে বাস করতো আতঙ্ক
প্রত্যেক রাতে জেগে যেতাম হয়ে সশঙ্ক
অনেক কষ্টে রিপুদের করেছি জয়
এখন আমার লজ্জা নেই আর নেই ভয়
গদিকে বহু বাঁশদিয়ে বেঁধে করেছি শক্ত
এখন গদি টলবে না যতই ঝরুক রক্ত
          গদিতে আছে পাঁচটি যাদু
যা চাই করতে পারি, যাকে খুশি মারতে পারি
যেখানে খুশি যেতে পারি, অবাধে লুঠ করতে পারি
       অধস্তনদের পদানত করতে পারি
গদিতে আছে কত মধু জানি জানি আমি শুধু।।