কালের স্রোতে পুরাতন ভেসে যায়
       নিত্য নুতনের হয় আগমন
সময় যত বৃদ্ধ পুরনো নিয়ে চলে যায়
       আবর্তনের জন্যই পরিবর্তন
জীর্ণ শীর্ণ হতাসাকে সরিয়ে চিরতরে
       যৌবনকে সাদরে নিয়ে আসে
পুরানো শুকনো পাতা যখন যায় ঝরে
        নূতন কিশলয়দল ভরে গাছে
ব্রহ্মান্ডে অমোঘ নিয়ম বিধান পরিবর্তন
       মৃত্যু নিয়ে যায়, জন্ম যায় দিয়ে
এই খেলা চলছে অনাদি কাল অনুক্ষণ
      ঈশ্বর সব করেন শিব সত্য নিয়ে
কালের নিয়মে বিরাট তারাও হয় নীরব
        আবার নূতন তারারা হয় তৈরী
বছর চলে গেল নিয়ে গেল কতনা মানব
        এ প্রক্রিয়া নব জন্মের দিশারী
মৃত্যুর ভয়ে মানব সর্বদাই থাকে সন্ত্রস্ত  
         অসৎ কার্যে তাই বিরত থাকেন
পাপ কাজ করতে অনেকে থাকে নিরস্ত
        পুরানো গেলে নূতনের আগমন
শিশু ধরায় আসে মাতৃকোলে শোভা পায়
         ভরে দেয় মধুর হাসির সৌরভ
নূতন উন্নত প্রতিভা ও পরিবেশ জন্ম নেয়
         শুরু প্রেম ভালোবাসার গৌরব
পুরানো বছর নিয়ে যায় জীর্ন জরা সব
নূতন বছর আনে আশা আনন্দ উৎসব
মহাকাল, শিখাও তুমি হতে মহৎ মহান
বৈচিত্র নিয়ে আসে, হতাশা হয় অন্তর্ধান।।