মানবের জাতির বিচার করি কেমনে
               জাতপাতের চিহ্ন আছে কোনখানে?
         এক হাসপাতালে দেখেছিলাম মায়ের কোলে
                             সদ্যজাত ছয় ছেলে
অনেক খোঁজেও জানতে নারি কোথায় এ ভেদাভেদ
    সবাই তো একই রকম শুধুই লিঙ্গে আছে প্রভেদ
সৃষ্টি কর্ত্তা সৃষ্টিরক্ষার প্রয়োজনে করেছেন মাত্র দুটি জাত
নারী পুরুষ ছাড়া মানুষের জাত কিভাবে হয় প্রকাশিত
   শরীর ব্যবচ্ছেদ করেও ধরা কঠিন জাত ভিন্ন ভিন্ন
পোশাকেই দেখি শুধু বিভিন্ন, দেহে নাই তার কোনো চিহ্ন
অঙ্গ প্রত্যঙ্গ রক্ত মজ্জা নার্ভ শিরা সকলেরই এক রকম
ভেবে দেখি কোনো জাত ছিল না মানুষের প্রথম প্রথম        
              ভিন্ন ভিন্ন নবী এলেন ভিন্ন ভিন্ন স্থানে                  
        সেই স্থানে শিক্ষা দেন মানব শান্তির কারনে
    যত মত থাকুক না কেন উদ্দেশ্য কিন্তু একই থাকে
মহামানবরা চান পৃথিবীর কল্যান ও মানুষ থাকে শান্তিতে
       পশুরা দেখি নিজেদের মধ্যে লড়াই করে মরে
      মানুষ ও পশুর মতন জাতিভেদে হানিহানি করে
         কতিপয় পশ্বাধমরা মানবকে করছে দানব
     এই দানবরা গোটা সমাজকে করে দিচ্ছে অমানব
এখন এসেছে নুতন জাত সে জাতের নাম  দলদাস
নুতন জাত আরোও নির্মম বন্ধুক গুলি বোমা নিয়ে করে সন্ত্রাস
               যদি মানুষ ও পশু হয়ে যায় একাকার
হে ঈশ্বর প্রার্থনা তোমার কাছে এত অধর্মের কর প্রতিকার।।