তোমাকে নিয়ে কাটাবো আমি সারাটা জীবন
তুমি মোর একমাত্র জীবন সঙ্গিনী অমূল্য ধন
সংসারের ঘানি টানতেই হবে দিনের পর দিন
প্রথম প্রথম তুমি মধুভাষিনী করতে হৃদয়হরন
প্রিয়তমা সহচরী,ছিলে অপরিহার্য শয্যাসঙ্গিনী
তোমাকে নিয়ে মেতে থাকতাম দিবস ও রজনী
কখনো তুমি হাস্যময়ী হেসে হেসে মাতাতে ঘর
কখনো তুমি অশ্রু প্রবাহিনী ঝরে অশ্রু ঝর ঝর
কখনো তুমি ছলনাময়ী, ছলনা করে ছলো মোরে
তুমি আবার প্রভাময়ী আলো ভরো মোর অন্তরে
আবার কখনো নিষ্টুরা, হয়ে ওঠ ত্রাসের কারন
তোমাকেই নিয়ে কাটাবো আমি সারাটা জীবন
কখনও তোমার মুখে নামে কালো মেঘের ঘনঘটা
চোখেতে তোমার চমকায় হৃদয়বিদারী বিদ্যুৎছটা
কখনো তুমি অতি শান্তময়ী, শান্তিবারি কর বর্ষন
তোমাকে নিয়েই কাটাতে হবে মোর সারাটা জীবন
কখনো ভাবি, তুমি স্বর্গের হুরি জীবন করেছ ধন্য
কখনো ভাবি তুমি যমের অরুচি অকাজো অকর্মন্য
তুমি সহচরী, সুনিপুন গৃহিণী, চিত্রিনী, মনোহারিনী
হঠাৎ তুমি হয়ে ওঠো উগ্রচন্ডা, মর্দিনী, রণরঙ্গিনী
এখন তুমি সর্বময়ী কর্ত্রী, ভয়ে সন্ত্রস্ত থাকে পরিবার
গর্জন তর্জনে কেঁপে ওঠে ঘর তটস্থ থাকে অনিবার
আমিও ভয়ে ভয়ে থাকি, জো নেই আদেশ লঙ্ঘন
তোমাকে নিয়েই কেটে গেল আমার সারাটা জীবন