কবিতা জনসাধারনের মনের কথাই বলে
কবিতা ছন্দে ছন্দে পাঠকের চিত্তাকাসে দোলে
আবেগ-অনুভূতি কবির লেখনিতে হয় প্রকাশ
প্রধান উদ্দেশ্য কবিতার জনশিক্ষার বিকাশ
মর্মাহত করে আধুনিক কবিতার দুর্বোধ্যতা
উপলব্ধিতে সক্ষম হন না আপামর জনতা        
সৌন্দর্যের সর্বোৎকৃষ্ট কল্পনা সৃষ্টি ছন্দময়
চিত্রকল্প অলঙ্কারে গাঁথা বাক্য অর্থ সমন্বয়
পাঠকের অন্তর মনে যে কাটে দাগ অবহেলে
সুপ্ত ভাব প্রকাশে সমাজের আয়না বলা চলে
সংক্ষিপ্ত হয়েও কবিতা যায় ব্যপ্তির জগতে
বিচ্ছুরিত আলো আসে পাঠকের অন্তর হতে
সেই কবিদের ধন্যবাদ জানাই অন্তর হতে
যাঁদের লেখা বাঁধে বাসা সাধারনেরই জগতে
যে কবিতা আস্বাদনে অধিকাংশ থাকেন বঞ্চিত
সে কবিতার উদ্দেশ্য প্রসার হয়ে যায় সংকুচিত
কবিতার সুষমা ভরুক সকলের মনাকাশে
কবিতা মুখরিত হোক বাংলার আকাশে বাতাসে।।