সকলের ধর্মই তার নিজস্ব কর্তব্য করা।
অস্তিত্ব হারিয়ে যায় কোনো কর্ম ছাড়া।।
সৃষ্টির আদি থেকে বর্ত্তমানের ব্রহ্মান্ড।
সকল কিছুই ঈশ্বরের বিরাট কর্মকান্ড।।
নিষ্কাম কর্ম তাঁর, তিনি সদাই নিঃস্পৃহ।
কর্তব্য কর্ম করেন, অনাসক্তভাবে অহরহ।।
পাওয়ার আকাঙ্খা নেই, কিন্তু সদা কর্মে রত।
অপ্রাপ্ত কিছুই নেই, তবু তিনি নিরাসক্ত।।
কোনো জীবের কর্মত্যাগ একান্ত অসম্ভব।
কর্ম বিনা শরীর নির্বাহ কখনও হয় না সম্ভব।।
কর্মহীন জীবনধারা যেন গতিহারা নদী।
অজস্র শৈবাল পীড়া দেহে বাস করে নিরবধি।।
অলসতা যে কোনো জীবনে ভয়াবহ অভিসাপ ।
সারা জীবন তার ভরে যায় দুর্দশা, অভিসন্তাপ।।
পিপীলিকা বা অন্য জীবের সারাদিন কর্মঠ জীবন।
খাদ্য সংগ্রহের জন্য করে কঠোর পরিশ্রম।।
আশা, মমতা, শোক, ক্রোধ পরিত্যাগ করে।
সৎ কর্ম নিষ্কাম ভাবে যে করে নিষ্টা ভরে।।
পরমার্থ লাভ করে, সিদ্ধিলাভ হয়।
জীবন যন্ত্রনাকে করা যায় জয়।।