জীবনে সমস্যা অপরিহার্য আসে ও যায়
দুশ্চিন্তার দ্বারা এ দুর্দিনে সমাধান না হয়
সমস্যা দিনে ধীর স্থির ভাবে কর বিশ্লেষণ
তবেই সমাধান পন্থা নিশ্চয় হবে উদ্ভাবন
ধৈর্য বুদ্ধি প্রজ্ঞার প্রয়োগে হতে হবে নির্ভয়।।


বিদ্যালাভ নিষ্প্রয়োজন থাকে যদি বুদ্ধির দৈন্য
বুদ্ধির অভাবে বিদ্যার প্রয়োগই হয় যৎসামা্ন্য
চিন্তা ও অভিজ্ঞতা মিশ্রিত হলে বুদ্ধির উদ্ভব
প্রজ্ঞা ভিন্ন বিদ্যার সঠিক মুল্য পাওয়া অসম্ভব
বিদ্যাদানের সঙ্গে প্রজ্ঞা বৃদ্বির ব্যবস্থাই প্রাধান্য।।