সারাদিন বাবা বলে পড় পড় মা বলে পড়
ঘরে আর কেউ নেই বলবে লঞ্জেসটি ধর
ঠামি ঠাদা কোথায় থাকে এখানে আসে না
জিগেস্ করলে মা বলে ওদের কথা ছাড় না
এই তো চারখানা ঘর কোথায় তারা থাকবে
থাকলে তারা তোর পড়াশুনা বারটা বাজবে
বাবা ছিল গ্রামের বাড়ীতে বারজনের সংসার
তবু বাবা পড়ায় দড় হয়ে পেল কত পুরষ্কার
মা বলে চুপ কর সর্বদা বকবক আর করিস্ না
তোর নিজের ঘরে গিয়ে পড়াশুনায় মন দে না
বাবা মা অফিস বেরিয়ে যায়, ঘরে থাকি একা
রাত দশটা পর্যন্ত একা ঘরে লাগে বোকা বোকা
খেলতে যাওয়ার জো নেই, খবরটি ঠিক পাবে
আসলে পরে রাগে অগ্নিশর্মা চড়থাপড় পড়বে
জানি না আমি পড়াশুনা শাসনের দ্বারা কি হয়?
মেধার গুণে বিদ্যাসাগর ভারত করেছিলেন জয়।।