মানব এখন ভোল বদলে হয়ে গেছে দানব
মানুষের গুনাবলী পাওয়া এখন খুব অসম্ভব
দুনিয়ায় আজ কোথাও নেই মানবিকতার মুখ
নিজের স্বার্থ সবাই দেখে, খোঁজে নিজের সুখ
কেউ কারও নয়, এখন শুধু একলা চলার ডাক
অর্থই একমাত্র সঙ্গী সবার, আর সবাই ফাঁক
মানুষ হয়েছে শামুক, খোলসের মধ্যে থাকে
খাদ্যের খোঁজে বের হয় তারপরই যায় ঢুকে
খোলসের মধ্যেই বড় তৃপ্তি, আছে বড়ই শান্তি
কারও কথা ভাবতে হয় না, নেই আর অস্বস্তি
নিজের গন্ডি পরিসর ছোট করে হয়েছে অলস  
চারপাশে তৈরী করেছে মজবুত এক খোলস
পরের জন্য চিন্তা করতে, নেই কো তার সময়
খোলসের মধ্যে থেকে ভাবে, পৃথিবী করবে জয়
সর্বদা মনে বড় ভয়, প্রানটা বুঝি যায় বেঘোরে
আগে তো নিজে বাঁচি, বাপের কথা ভাববো পরে
এইতো বাবু বেশই আছি, খাই দাই চুপ করে রই
পরের উপকার করতে গেলে ঝামেলায় পড়বই ।।