ফুলে ফুলে দুলে দুলে করছ কানাকানি
ফুলের ভীতর বস, হোক না জানাজানি
গান শোনাও, মধু খাও, কর যে মিতালী
মধুর সুবাস পেয়ে কর নিজেকে ছিনালি
চারিপাশে ঘুরে ঘুরে কিবা দেখিছ আবার
রূপের মাধুরী লাগে সারা দেহতে তোমার
গেরুয়া ও হলুদে মাখামাখি খেলিছ হোলি
যতনে বস সেথা রামধনু পাখা দুটি মেলি
বারে বারে কি কহ কথা গোপনে গোপনে
কত বার্তা জমে ছিল তব মনের গহিনে
মধুলোভী বার বার আস পাতাও সহেলী
প্রকৃতির ইচ্ছাতেই তোমাদের কোলাকুলী
এইভাবে পৃথিবী ভরে উঠেছে শস্যশ্যামল
হেসে ওঠে ধরনী হয়েছে সুন্দর পরিমল