এই মনটা করে যায় যত গন্ডগোল
সবাইকে ঘোরায় পাকে শুধু গোল গোল
মুহূর্তও দেয় নাকো কাউকে স্বস্তি ও শান্তি
কত কিছু চিন্তা করে এনে দেয় বুদ্ধির ভ্রান্তি
কখনো দুঃখে হাহুতাস কখনো বা আনন্দ
কত কিছু ভেবে চলে বেশীর ভাগটাই মন্দ
হঠাৎ করে রেগে গিয়ে বাধায় বড় হট্টোগোল
আবার দুঃখ পেয়ে দুচোখে ভাসায় শুধু জল
মনকে কেউ বোঝে না সদাই এনে দেয় ধন্ধ
মনের ভিতরে লেগে থাকে সব সময়ই দ্বন্দ্ব
ঈর্ষাকতর হয় কখনো আবার ভালোও বাসে
লোভে মত্ত করে দুর্যোগ আনে ভাগ্যাকাশে
মোহতে ফেলে ভাবায় সবই একান্ত আপনার
কল্পনায় নিয়ে আসে রহস্য জানা অজানার
অবসাদে ভরে ঠেলে দেয় ধীরে শমন দুয়ারে
উদ্দীপনা, উৎসাহ দিয়ে বাঁচিয়ে রাখে সবারে
ভয় পাইয়ে পিছিয়ে দেয় করা যায় না সৎ কাজ
সাহস দিয়ে এগিয়ে দেয় প্রান দেওয়া হয় সহজ
প্রকৃতিদত্ত গুণ ভেদে মনের ধরে ভিন্ন ভিন্ন রূপ
যে যেমন প্রকৃতি পায় সেই মতো মনের স্বরূপ
প্রকৃতি অনুযায়ী মন কাজ করে, ধরে থাকে বৈঠা
মনটাকে একাগ্র করলেই চুকে যায় সব লেঠা ।।