কোথায় স্বর্গ কোথায় নরক তা আমি জানি না
স্বর্গ নরক এ মাটির উপরে এ আমার ধারনা
অনেকে ভোগ করে এখানেই স্বর্গসুখ
তাদের থাকে নন্দনকানন একাধিক পুষ্পকরথ
বিনোদনের জন্য সুস্বাদু সুরা ও সুন্দরী অপ্সরা
থাকে ইন্দ্রপুরী ক্ষুধাহীন সাম্রাজ্য ও ভোগের পসরা
বিলাসবহুল জীবনযাত্রা, একি স্বর্গসুখ নয়?
অন্যদল যারা ভোগবিলাসের স্বপ্ন করেন জয়
মনে তাদের আশা আকাঙ্খার বালাই নেই
মনে দুঃখ নেই,যা পান সন্তুষ্ট থাকেন তাতেই
এ ও তো একরকম স্বর্গসুখ সন্দেহ কিছু নেই
এ ধরায় নরক যন্ত্রনা ভোগ করে অনেকেই
অভুক্ত, শীতের বস্ত্র নেই, মাথার উপরে নেই ছাদ
কেউবা দাঁড়িয়ে পর্বতের কিনারায় পাশে গভীর খাদ
পড়ছে পিঠে চাবুক রক্তাক্ত সারা গায়
শরীর পুড়ছে আর্তচিৎকার শোনা যায়
জলে ডুবছে খাবি খাচ্ছে বাঁচানোর নেই কেউই
বদ্ধ ঘরে কেঁদে কেঁদে মরে উদ্ধারের কোনো উপায় নেই
কেউবা কথা বলতে পারেন না বা অন্ধ হয়ে ঘুরে বেড়ায়
কাউকে ধরে কর্কট রোগে অসহ্য যন্ত্রনায় কাৎরায়
নানা রোগে ভোগে শেষে নরকেই হয় মরন
যুধিষ্টির করেছিলেন সশরীরে নরক দর্শন
এ ধরাতে অনেকে আছেন এই জগতে নরক দেখেন
এ এক মানষিক রোগ সব সময় মনে পান ভয়
স্বর্গ ও নরক আছে এ পৃথিবীতে দেবতা ও দানব রয়
এক সময়ে দেবতা রাজত্ব করেন কখনো বা দানব
মানবের মধ্যে দানব থাকে, দেবতা ও কিন্তু মানব।।