কোনটা ন্যায়, কোনটা অন্যায় তা সকলেই জানে
শেখাতে হয় না, অভিজ্ঞতা ও বুদ্ধি এ শিক্ষা আনে
যারা অন্যায় করে তারাও জানে কুকর্ম কি কি হয়
লোভ, কাম ও ক্ষমতার বশবর্তীতে রাবণ হয়ে যায়
রাম কৃষ্ণ মর্ত্তে এসে রাবণদের উচিৎ শিক্ষা দেন
মরণের সময় অন্যায়কারীরা অনুশোচনা করেন
অ্ন্যায় সহ্য করলে দিন দিন,,পাপী বেপরোয়া হয়
বিরুদ্ধে সবাই গর্জে উঠলে পাপীরা গর্তে ঢুকে রয়
ভয়ে ভয়ে থাকলে পরে, চলে যায় ভয়ভূতের দখলে
ভূতের ভয়ে ভূতাবেশ হলে নিজের ক্ষমতা যায় ভুলে
অন্যায়ের প্রাথমিক জয় হলেও ধ্বংস তার সুনিশ্চিত
পাপী যখন কুকর্ম করে এ আপ্তবাক্য মনে রাখা উচিৎ
পাপী সংখ্যা বাড়তে বাড়তে যখন পৃথিবী পরিপূর্ণ হবে
চক্রবৎ একপাক ঘুরে পুঃনরায় সত্য্ প্রতিষ্টিত হবে
দুর্বৃত্তদের চিহ্নিত সহজ, তাদের চরিত্রে বৈশিষ্ট্য থাকেই
কথা বলে কাজে নেই, অসম্ভব প্রতিশ্রুতি তারা দেবেই
লোক দেখানো কাজ তারাই করে, অভিনয় ভালই পারে
ক্ষমতা ও অর্থের লোভে খুন, অত্যাচার, নির্যাতন করে  
অযোগ্য ও পাপীদের অধীনে থাকার চেয়ে মরনই ভালো
ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে দুর্বৃত্তরা হয়ে যায় খেলো ।।