প্রেমের ফাঁদ পাতা আছে ভূবনে
স্তব্ধ হয় না কোনো বাঁধনে বা শাসনে
ঈশ্বরের সকল সৃষ্টিই প্রেমময়
মানুষের প্রেম বিশ্ব করেছে জয়
প্রেম মানুষকে দেয় মানষিক ঐশ্বর্য
প্রেম প্রীতি ভালোবাসাই আনে মাধুর্য
সকলেই শৃন্যতার মধ্যে খোঁজে পূর্ণতা
প্রেমই এনে দেয় সেই অনাস্বাদিত মধুরতা
পালটে দেয় মানুষের স্বভাব আচরণ
সৃজনশীলতা কর্মক্ষমতা হয় সঞ্চরণ
প্রেম শ্বাশ্বত, চিরন্তন, মানে না বাধা, বৈষম্য
চুম্বকের মতো আকর্ষক নেশার মতো অদম্য
আদম ও ইভ নিষিদ্ধ ফল যবে খেয়েছে
সেই হতে কালের স্রোতে প্রেম ভেসে চলছে
প্রেম ভোগে পরিনত হলে আসে অভিশাপ
এই পাপেই বারে বারে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধের উত্তাপ
কত প্রান দিল বলিদান যুগে যুগে প্রেমের যূপকাষ্ঠে
কত প্রেমিকের জ্বালা যন্ত্রনা লেখা থাকে তাদের অদৃষ্টে
কামনার আগুনে পুড়ে মরছে শুদ্ধ প্রেমের ধুপ
মদনের বানে কাম প্রথমে ধরে প্রেমের রূপ
কাম তো প্রেম নয় বৈষ্ণব সাহিত্যে যায় দেখা
এই সাহিত্যে প্রেম পাঁচ প্রকারের ও আছে এর শাখা
সান্ত, দাস্য, বাৎসল্য, মধুর ও সখ্য
পাঁচের মধ্যে ‘মধুর’ প্রেম শ্রেষ্ঠ ও মুখ্য
এই প্রেমেই আছে আদি রসের আর্কষন
চরমানন্দ অবস্থার অনাস্বাদিত আস্বাদন
যৌবনে এ প্রেম আসে নি জীবনে
এমন মানব নাই এ ত্রিভূবনে
মধুর প্রেম হয় দুই ধরনের, স্বকীয়া ও পরকীয়া
নিজের আপনজনকে ভালোবাসে সকলে হৃদয় মথিয়া
বাসনার বীজ থাকে যখন মনের ভিতরে
এই প্রেম ‘স্বকীয়া’ নাম ধরে
এর মধ্যে গোপনে থাকে প্রত্যাশা কামনা
কালে কালে‘পরকীয়া’ প্রেম নিয়ে চলে বহুল আলোচনা
গুণ ও বৈশিষ্টে পরকীয়া প্রেম শ্রেষ্ঠতর
পরজনকে ভালোবাসায় হৃদয় থাকে উচ্চতর
এই প্রেমে আছে সামাজিক আইনগত বাধা
নিষিদ্ধ ফল খুবই মিষ্টি লাগে যেমন কৃষ্ণরাধা
গোপন ও নুতন এ থাকে সবচেয়ে বেশী আকর্ষন
একঘেমেয়ী স্বাভাবিকভাবে আসে হলে পুরাতন
এই পথে সকাম পরকীয়া আসে জীবনে
কত শত ঘর ভাঙ্গে কামনার আগুনে
মীরাবাই এর মতো নিষ্কাম প্রেমিক হলে
সমাজটা শুদ্ধ হয় জীবন যায় না বিফলে।।