প্রভাত থেকে প্রভা দেয় প্রদীপ্ত প্রভাকর
কুহেলিকা কালিমা কলুষ করে দেয় দুর
নবারুণ কিরণেতে জেগে ওঠে এ পৃথিবী
প্রকৃতি ফুলে ফুলে আঁকে নানা রঙ ছবি
পাখি ডাকে শাখে শাখে আসে নবজীবন
অপরূপ মাধুরীতে ভরে ওঠে এই ভূবন
বৃক্ষ গুল্ম লতা ফিরে পায় পুণঃ সজীবতা
বীজ করে গর্ভমোচন পেয়ে তব বারতা
সবুজ নীল নানা রাঙে সেজে ওঠে বসুধা
ধরনীতে জোগান দাও তুমি অমৃত সুধা
অম্বরে অম্বরে নিয়ে যাও বাষ্পীভূত বারি
ভূধরে ভূধরে বানাও সাতরঙা বেলোয়ারী
পাতায় বানাও খাদ্য ভান্ডার তব রশ্মিতে
জীবজগৎ জীবিত থাকে তোমার দয়াতে
হে ভাস্কর, তুমি যদি একদিন না হও উদয়
সুন্দর এ পৃথিবীতে এক মুহূর্তে হবে প্রলয়।।