শাস্ত্র মতে প্রেম ভালোবাসা পাঁচ প্রকার
প্রধানত সান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুর
পাঁচ প্রেমের মধ্যে মধুর প্রেম সবার শ্রেষ্ঠ
এই প্রেমের অনুভূতি ও আর্কষনই গরিষ্ঠ
এ প্রেম মনে দেখা দেয় যৌবনের কালে
হরমোন গুণে অদম্য মিলন ইচ্ছা খেলে
এই থেকেই সৃষ্টি হয় রোমান্সের রম্য রস
খোঁজে সঙ্গী সঙ্গিনী. ভোগ তরে আদিরস
এই প্রেম মনে সৃষ্টি করে আনন্দ অভিনব
নানা পর্যায়ের পরে আসে মিলন সম্ভোগ
নায়ক-নায়িকার মিলনজাত উল্লাসময় ভাব
অন্য সব ভালোবাসায় দেখা যায় এর অভাব
যৌবনে জীবরা এ চরমানন্দ ভোগ করতে চায়
এই প্রেমেই আছে প্রকৃতির সৃষ্টি রক্ষার উপায়
মধুর প্রেম দু প্রকার স্বকীয়া ও পরকীয়া নামে
এ দুইপ্রেমের মধ্যে পরকীয়াই এগিয়ে সুনামে
কাম জয় করতে পারে না ধর্ম আইন ও নীতি
ঘৃনা লজ্জা ভয় দমাতে পারে না কামের গতি
পুরাণ ও ইতিহাসে পরকীয়া প্রেমের ছড়াছড়ি
যুদ্ধ সংঘটিত হয়েছে এখনও চলছে মারামারি
এই প্রেমের নুতনত্ব ও রোমাষ্ণ তাই আকর্ষণীয়
সুখনীড় ভাঙ্গছে ও স্বার্থবাদ যুগে এ নিষ্কাম নয়