একসময় সকল কিছুর প্রয়োজন যায় ফুরিয়ে
চায়ের ভাঁড়ের মতো ফেলে দেয় তা আস্তাকুঁড়ে
শিশু যৌবনপ্রাপ্ত হলেই সে তার মাকে যায় ভুলে
তখন তার প্রয়োজন মেটে যৌবনের সঙ্গী পেলে
শিশুদের নিত্য সঙ্গে থাকে হরেক খেলার সামগ্রী
বড় হলে তারা আর হয় না সেই খেলনায় আগ্রহী
পরিধেহ পুরাতন হলে নুতন কিনি সেগুলো ফেলে
আত্মা জ্বরাদেহ ত্যাগ করে নুতন শরীরে যায় চলে
শোনো মানুষ ভাই আমরা রোজ নুতন নুতন চাই
পুরনোতে আসে একঘেয়েমি কারো মন ভরে না তাই
ভাঙ্গা বাড়ী ভুতের বাসা নুতন বাড়ীতে যেতে চায় মন
পুরনো সমাজ কুসংস্কারে অচল হলে সমাজ পরিবর্ত্তন
ব্রক্ষ্মান্ডের প্রকৃতিতে চলছে অহরহ ভাঙ্গা গড়ার খেলা
বৈচিত্রের ভীতরে ঐক্যের সুর হয় রঙবেরঙের মেলা
গ্রীষ্মের পরে বর্ষা আসে নব আনন্দে রাঙায় প্রান মন
শীতের জড়তা পর বসন্তের রঙিন দোলে রাঙে জীবন।।