তুমি ব্রহ্ম, তুমি কালী
                     তুমিই তো বনমালী
এ ব্রহ্মাণ্ড সৃষ্টি করে
                      দাও তুমি করতালি
একাধারে তুমি দয়াময়ী
                  আবার তুমি ধ্বংস কর
রক্ত খেয়ে নাচ তুমি
                 গলায় নর মুন্ডমালা পর
কে বলে তোমায় দয়াময়ী
                 নির্দোষে দাও বড় সাজা
দীনদুঃখী করে আর্তনাথ
                    তুমি তাতে পাও মজা
শ্বেত শুভ্র দন্তমালা
                  রক্ত জিহ্বাকে কসে ধর
সত্ত্ব গুনের দ্বারা তুমি
                  রজ গুনেকে দমন কর
তমগুন সংহার তরে
                   খড়্গ ধরেছ ডান হাতে
শিব শক্তি মিলনে
                মহাশক্তির উৎপত্তি তাতে