কর্ম দিয়ে গাঁথ মালা প্রত্যেক মুহুর্তে
সময় চলে যায় থামে না কোনো সর্তে
যে সময় চলে যায় ফেরে নাতো কখনো
কিছু কাজ অসমাপ্ত থেকে যায় জীবনে
সময়ের কাজ যে সঠিক সময়ে না করে
অলসতা আধিপত্য করে জীবনের পরে
সফলতা কখনো আসে না তার কপালে
চিরকাল দুঃখেই কাটে ও শান্তি যায় চলে
সবার চেয়ে বলবান সময়, পৃথিবী উপর
সব সমস্যার সমাধান থাকে তার নির্ভর
যখনই উদিবে মাথায় সৎ কর্মের চিন্তন
অযথা সময় ব্যয় না করে, কর সেইক্ষন
দুস্কর্ম যদি বাসা বাঁধে কখনো কারও মনে
বিলম্ব করতে হবে, অসৎ কাজ সমাপনে
ধীরে ধীরে উবে যাবে কুচিন্তা কাল প্রভাবে
কখনো হবে না করা তাহা সময় অভাবে।।