কাম করে নিমন্ত্রন মিলনেরই তরে
এই আমন্ত্রন পত্রই প্রেম নাম ধরে
যৌবনে মিলনের জন্য পাগল সমান
বোধ বুদ্ধি জ্ঞান হারায় উথলে পরান
কুঁড়ি থেকে ফুল প্রস্ফুটিত হয় যবে
সকলেই মুগ্ধ হয় সৌন্দর্য,  সৌরভে
ক্ষনেই শুকিয়ে যায় ছুঁড়ে ফেলে দুরে
মোহ ধীরে চলে যায় অন্য ফুল ধরে
যৌবনেই পূর্বরাগের রঙ লাগে মনে
বাধাই মানে না ছোটে প্রেমের টানে
বসন্তের সমীরন বহে পরান রাঙায়
মনের গভীরে পিরিতির দহণ লাগায়
কাম আনে প্রেম ও প্রেম মাগে মিলন
মিলনে চরমানন্দ সৃষ্টিবীজ করে বপন
সোনালী যৌবন উদ্দ্যম ও শক্তির বান
চরিত্র গঠন দক্ষতা বৃদ্ধি প্রতিষ্টা সোপান
এই কাল ফিরে না চলে গেলে একবার
কিছু করার আগে ভেবে দেখ বারংবার
এ প্রেম মদের মতো এতে হয়ো না মত্ত
জ্ঞান দিয়ে বিচার করো সংযত কর চিত্ত।।