তুমি যদি সাথে থাক আমি আগুনের মতো জ্বলবো
যদি তুমি সাথে থাক আমি স্রোতস্বিনীর মতো চলবো
তুমি আমার মন, তুমিই জীবন, তুমিই পরশপাথর
তোমার স্পর্শে শিহরণ পাই জাগ্রত হয় শক্তি মোর
তুমি প্রাণ সঞ্চারিনী বলদায়িনী আমার কাত্যায়নী
তুমিই তো অনুপ্রেরনাদায়িনী আমার শক্তি প্রবাহিনী
যদি বিদ্যুৎ হয়ে অগ্নি তরঙ্গ ভরে দাও মোর অন্তরে
আমি পুড়িয়ে দেব অনাচার অবিচার ও অত্যাচারীরে
আমরা দুজন অর্ধনারীশ্বর একে অপরের পরিপূরক
তুমি না থাকলে সাথে, আমি হয়ে যাই সম্পূর্ণ অপারক
আমি শিব তুমি সতী যতক্ষণ কাঁধে থাক তাণ্ডব নাচবো
রুদ্র তাণ্ডবে অশুভ শক্তি বিনাশ করে শান্তি আনবো
তুমি গান্ডীবধনু আমি ব্রহ্মাস্ত্র বাণ নিস্তার নেই বেরলে
শান্ত হবে এ অস্ত্র দুষ্কৃতকারীদের ধরিত্রী থেকে সরালে
তুমি যাজ্ঞসেনী প্রতিজ্ঞা করলে কৌরবকুল হবে ধ্বংস
তোমার থেকে অস্ত্র নিয়ে আমি দানবকুল করবো নির্বংশ।।