জীবন সায়াহ্নে এসে
দেখছি সন্ধ্যাতারা পশ্চিমাকাশে
পাখি দলে দলে ফিরিছে কুলায়
রজনী ধীরে মেলছে পাখা তমসা ঘনায়
বার্ধ্যকের ছায়া ধীরে কুরে খায়
এ থেকে রক্ষা কেহ না পায়
মাঝে মাঝে স্মৃতির গভীরে যাই
বাল্যকালে গ্রামে থেকে আনন্দে কাটাই
মাঠে যাই নিয়ে ধেনু
সেথা গিয়ে বাজাই বেনু
ধরি মাছ খালে বিলে
ভাত খাই ক্ষেতের চালে
মিলেমিশে গ্রামে ছিলাম আনন্দে
মুক্ত বাতাস ও খোলা আকাশ ফুলের গন্ধে
যৌবন এসে দেহে নেশা ধরিয়ে দিল
কামিনী ও কাঞ্চন করে দিল পাগল
মিথ্যা বলে, ছলনা করে অর্থ পেলাম
ঠকিয়ে গরিব মানুষের রক্ত খেলাম
বাড়ী হলো গাড়ী হলো ও প্রতিপত্তি
রাজনীতির ছাতা মাথায় বাড়লো সম্পত্তি
নেশায় নেশায় দিন চলে যায়
ঘোরে কেটে গেল জীবনটাা হায়
সায়াহ্নে এসে জীবন খাতা খুলে দেখি
সারা জীবন আমার গোটাটাই ফাঁকি
রাজনীতির ছাতা গেছে সরে
একা কাটাচ্ছি নিঃসঙ্গ ছোট্ট একটি ঘরে
অর্ধাঙ্গিনী বহুদিন গেছে ছেড়ে চলে
এখন ব্যামোদের সঙ্গে নিয়ে থাকি অবহেলে
আড়ম্বর নেই খাদ্যের বাহারী নেই
মানসিক ও শারীরিক কষ্ট নিয়ে আছি বৃদ্ধাবাস জেলে ।।