ছন্দে ছন্দে কত না রঙ্গে মন আনন্দে উড়ছে
উপর নীচ ডাইনে বাঁয়ে তার ইচ্ছামতো ঘুরছে
স্বাধীন, প্রান, স্বাধীন মন, স্বাধীন সরল জীবন
অপরকে আনন্দ দেয় দখিন হাওয়ার পরশন
স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয় তারাও এটা জানে
উপরেই যায় না, থাকে কাছাকাছি মাটির টানে
স্বাধীনতা থেকেও কিন্তু মানতে হয় লক্ষ্মণরেখা
স্বেচ্ছাচারে পুড়তে হয় ছুটলে দেখে আগুনরেখা
ইচ্ছামতো চললে পতন, ছোট্ট পতঙ্গ মেনে চলে
নক্সী করা নানা রঙের বড় বড় পাখা দুটি মেলে
ফুলের সঙ্গে মিতালি করে হিংসা দ্বেষ নাই মনে
চারদিকৈই ঘুরে বেড়ায় প্রানটা ভরায় মধুর গানে
কাউকে কামড়ায় না ভীমরুল ও বোলতার মতো
মিষ্টি দেখতে মিষ্টি স্বভাব খেলা করে শিশুর মতো
ফুলের উপর বসলে তখন মিলেই যায় দুইজনে
কানে কানে কি কথা হয় কেবা সেই খবর জানে?
শরীর তাদের একটুখানি রঙে আঁকা পাখাদুখানি
নিজের সৌন্দর্যে ছড়িয়ে দেয় সন্দুর হওয়ার বানী
প্রজাপতি থেকে শিখতে পারি সার কথা জীবনের
গড়তে সুন্দর হয়ে পরিবর্ত্তিত হতে হয় বারংবারে ।