তোমার কর্ম তুমি কর
ক্ষমা কর মোরে প্রভূ যদি ভুল করে থাকি আমি
অবোধ অজ্ঞান আমি এ সংসারের কিছুই না জানি
তুমি পাঠিযেছ আমায় ভবে চলে যাব তোমারি ডাকে
তব আদেশে কর্ম করে যাই মোর বলে কিছুনা থাকে
তুমিই দিয়েছ পিতা মাতা পুত্র কন্যা বন্ধু বাড়ী ঘর
আমার কেহ নয় হেথা কিছুই নয় এ পৃথিবীতে মোর
সকলই দিয়েছ তুমি, ভ্রমে মনে করি এ সব আমার
ছেড়ে চলে যেতে হবে যখনই ডাক আসবে তোমার
অপ্সরা মেনকাকে যেতে হয়েছিল স্বামী কন্যা ফেলে
সকলকেই যেতে হয় তৎক্ষনাৎ তোমার আদেশ এলে
সম্যক জানি তাই দম্ভ নেই গর্ব ও অহঙ্কার নেই মোর
নীতি বিরুদ্ধ কর্ম যে করে তাকে পাঠাও নরকের ঘর
বারে বারে তোমার দুত পাঠিয়েছ ধরায় প্রচারে তব বাণী
তবু চেতনা না হয় উন্মত্ত মানবের যদিও এরা শ্রেষ্ঠ প্রাণী
আসা যাওয়া নয় জীবনে সমস্ত কিছু তোমার ইচ্ছায় চলে
প্রত্যেকের জীবনধারার চিন্তা ভিন্ন ভিন্ন খাতে বয়ে চলে
তুমিই মস্তিস্ক মধ্যে পরমাণু তরঙ্গ দ্বারা পাঠাও সংকেত
সংকেত অনুযায়ীই সমস্ত মানুষের মন হয় পরিচালিত
যার কাছে যেমন সংকেত আসে সে তেমনই কর্ম করে
তোমার ইচ্ছাতে কাজ করি তবে দোষ দাও কেন মোরে?