সংযমএ না করোনার ভয়
কন্ঠ ধরেছে চেপে,
অকুতোভয় বন্ধুরা মোর
মনের দুয়ার খোলো,
বাঁচার তাগিদে খোলো।


আড্ডাতে বাজাও বিনিময়
'শেয়ার' এর কাজ গিয়ারের মতো
বা বুননের মতো বা,
মস্ত গাছের শাখা প্রশাখা
একের ভেতর চালাচালি করে প্রাণ।


সংগ্রহ হোক বা নিজের কথা
শুনতে চাই ক্লান্তি নেই
উল্টো সিধা বাহবা ব্যাংগ
যাকিছু হোক
সবইতো বাক্যালাপ।


এতেই বুঝে নেই আমার বাঁচা
যতদিন চোখে ভাসে আলো
কানে বাজে পাখির গান
যতদিন টানতে পারি ভালোবাসার বায়ু
অবশেষে বিদায়, হে বন্ধু।।


নড়াইল, ১৪ই এপ্রিল ২০২১ (তীব্র সংকট সময়, করোনা অতিমারি)