উইপোকার আর্তচিৎকার-
ওই সম্রাটের পাক আস্তানা হবে নাপাক;
হলে হোক!


আগুনের গোলার ধোয়াশায় উড়ে যায়-
ঈগল ফিরে যায় ডেরায়,
ভর করে ডানায় দুটো উদবাস্তু পরিবার;
মহান উপহার!


তারা ভাগ নিয়ে গেছে।
লস্কর গা'য়ে এখন রক্ত ঝরে; কি নিয়তি হে খোদা!
লাইনে আছে কান্দাহার,
কাবুল যার আফগান তার; ইতিহাস চলে ছন্দে ছন্দে।
কবুলের হিসেব যদি না মেলে-
খন্ড খন্ড কাশ্মীরী রাজ্য,
কে কতটা নেবে কোরবানির ভাগা!


পড়ো কলেমা, করো সাধন
শিশু কোলে পিঠে পালাও সমানে
পড়বে তাবু সীমানার মোহনায়।


পারসি, তুর্কী, পশতু বাদ্য-বাজনায়
সংঘের জমজমাট মেলা- শরনার্থীর বানিজ্যমেলা।


ইতিহাস ঘুরে আসে, আসবে ঠিক
নব আফগান বীর, ভোর কবে হবে।।


নড়াইল, ৪ঠা আগস্ট ২০২১


পটভূমি: দীর্ঘ বলপূর্বক শাসন, শোষণ, দু:শাসনে ইতি টেনে পাশ্চাত্যের দখলদার বাহিনী আফগানিস্তান ছেড়ে যাচ্ছে এবং নতুন শক্তির দখলের তৎপরতা।