আফিম সেতো শুধু নেশায় টানে না-
এ সময়ে পাহাড় গেঁথে চলে,
পুরনো সুতোয় জনপদ গেঁথে ছড়ায় জাতিগত খুশবত;
শ্যামারণ্যে ফের দৃশ্যমান বোতলবন্দী পেত্নীর মসিবত।

ইতিহাস ঘেটে পুরনো মন্ত্রের অভিমানে
পুরনো পাঠে মশগুল কোন এক পোড় খাওয়া মহাজন;
কেনো এই ধ্বংসাত্মক অভিযান।
অস্থিতিশীল বর্মা-
মনিপুর, নাগা, মিজোরাম, বান্দরবন..

আফিম নয়, অস্ত্র নয়;
বৈঠকখানায় অর্থের জৌলুস
টগবগে তরুণ রক্তে ঝড় উঠায় বঙ্গোপসাগরে।

২রা মে ২০২৪