ওই দেখ, ওই দেখ,
করোনা গেলো,
লম্বা রাত গেলো,
যুবা-যুবতীর ভালোবাসা গেলো,
আহা, করোনা গেলো।


পেট খালি গেলো,
দোকানদারের বলো, কি গেলো,
ওরে,
কাস্টমার গেলো, রাত লম্বা হলো,
আহা, করোনা গেলো।


ও-ই মাস্টারের বলো, কি গেলো,
বেতন গেলো, তাকে বেতানো গেলো,
ওর জাত গেলো।
রাত লম্বা হলো,
আহা, করোনা গেলো।


ওরে হাম্বা বলো,
রাত লম্বা হলো,
আহা, করোনা গেলো।


রিকশাওয়ালা, তোর কি গেলো,
ওর সুন্দরী গেলো,
প্যাসেঞ্জার গেলো,
বউ চলে গেলো,-  রাত লম্বা হলো,
রাত, আরও লম্বা হলো,
ওর, করোনা গেলো।


হাকরে হকার, তোর কি গেলো,
নাখাওয়া ছেলেপুলে, পাঁচদিন হলো,
বাপ মরে গেলো।
আহা,
রাত লম্বা হলো,
করোনা গেলো।


ওই দেখ, ওই দেখ,
করোনা গেলো,
রাত লম্বা হলো, করোনা গেলো।


ওরে, তোর-আমার কি গেলো,
ভালোবাসা গেলো,
করোনার হুলে, বেলুন ফুটে গেলো।
রাত লম্বা হলো,
আহা, করোনা গেলো,
করোনা গেলো।।


১০ই অক্টোবর ২০২১


নোটঃ কারো ভালো লাগলে এবং সুর ও কন্ঠ দিতে চাইলে, রচয়িতা হিসেবে কপিরাইট উন্মুক্ত।