বাংলার ঘরে চাউল ছিলো,
কোন কালে?
যদিও প্রথম সে নয় মহাকালে;
উত্তর সঠিক, যে দেখায় প্রথম আলো!


আমি সুবিধাবাদী দর্শক;
চিরকাল খুঁজে চলি, কোথায় মিষ্টান্ন ভোগ।
খেলি কম;
খেলা দেখি আরও কম, ভাল্লাগে মল্ল লড়াই।


চলেছে, চলছে- অনাদিকাল চলবে মাঠের লড়াই;
কোন দিকে চোখ ফিরাই!
ক্রিকেট, ফুটবলে পেশাদার লড়াই,
ক্ষমতার ময়দানে কার সাথে যেনো চলছে লড়াই!


সিজার আসে যায়,
কেউ নেয় ঘ্রাণ, কেউ দেয় প্রাণ!
চলে খেলা, না চাইলেও মজার ধারাবিবরণী,
কখনো তাতে কাঁদি, যাত্রাপালা নিয়েছে বিরতি।
কখনো বা হাততালি;
জীবনে কখনো -
টিকিট কেটে খেলা দেখি নাই।


আমি, এখন কার্তিকে-
ক্ষেতের ধানগুলো ফুলছে দুধে,
হাজার বছর ধরে, শাকপাতায় পুঁটির চচ্চড়ি খাই!
বাংলায় ছিলাম, বাংলায় আছি,
বিলের যমিনের আইলের পথে হাঁটি-
আমিই নবাব,
এই আইলে নতুন নবাবের দেখা, কোনদিন দেখি নাই।।


নড়াইল, ২১শে অক্টোবর ২০২২