মশার জ্বালায়
ন্যাকা ধূলোর হেচকি টানে
অথবা লাঙ্গলচাষার কপাল গুনে খ্যাতির টানে
ফাগুন শেষে চাইলো আকাশ একটু কেঁদে আমার পানে


কেউবা আবার চড়ক মেলায় মিলবে শেষে রোববারে
দামের বেলায় দাম চড়ে যায় সব শনি তে
সংযমে তাই একটু হাসি
একটু খুশি এই রোজাতে


চিড়িক ডাকে না বললেও আসুক
দম ধরেছে ভাত শালিক
চৈত্র খরায় ভাসুক ধরা
তাপ ছড়িয়ে আসবে ছানা
মুক্তির ডাকে মার্চ এগুলে খুঁজি আমার স্বাধীনতার মানে
গ্রীষ্মের আগমনে।।


২১শে মার্চ ২০২৪


অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা : ত্রিপুরার প্রিয় কবি মরন ঋষি দাস, এই আসরে প্রকাশিত কবিতা, "গ্রীষ্মের আগমনী", ২০শে মার্চ ২০২৪।