আমাদের আর ভয় নেই
উত্তাল পদ্মার সাগরে ডুবে যাবো কিনা


লাক্সারি কোচে অবসাদ আসে দুলে
ইচ্ছে তেমন নেই
কেনই বা ইতিহাস জানি
জলের বাড়ি খেয়ে খেয়ে জলরাশীর বৃত্তান্ত


স্পীড বোট, লঞ্চ, ফেরির খালাসিরা
গামছা-লুংগী শুকোতে
তেলের ট্যাংক করে খালি
পানি আর কাঁটতে ইচ্ছে নেই


এই অবসাদে পুরনো খাতাগুলোর ধুলো ঝেড়ে
শুধু ঢেউ গুনে যাবে নতুন খালাসি
গুনে যাবে তারা যানের সারি
ঘুরবে চাকায় ঘুরাবে দায় যে ভারী।।


ঢাকা, ১৭ই জুন ২০২২